ক্ষমতায় আসার ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেই প্রচার নিয়ে তাঁকে বিধেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার বলেছেন ১২ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আসছেন এটি বিজেপির জন্য একটি দুর্দান্ত খবর। ১২ বছর পর মমতা অনুভব করছেন যে তার বিরোধীরা সত্যিই বড় এবং শক্তিশালী হয়ে উঠেছে যে তাকে এবার নিজেকে প্রচার করতে হবে।
#WATCH | Kolkata: "After 12 years, Mamata Banerjee is coming out for a panchayat election campaign, for BJP, this is a great achievement. After 12 years, Mamata is feeling that her opposition has grown really big and strong that she herself will have to campaign...": West Bengal… pic.twitter.com/4FibA8nh3R
— ANI (@ANI) June 25, 2023
মুখ্যমন্ত্রীর প্রচার নিয়ে তাঁকে বিধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন- ১২ বছর পর পঞ্চায়েত নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার তৃণমূল দলের দুর্বলতাকে প্রকাশ করে। তিনি বুঝতে পেরেছেন যে তিনি যদি মাঠে না আসেন তবে তার দলের কী হবে। শুনুন কী বললেন তিনি-
#WATCH | "Mamata Banerjee's campaigning for the panchayat elections after 12 years shows the weakness of the TMC party. She has realised that if she will not come into the ground then what will happen to her party," says West Bengal Congress president Adhir Ranjan Chowdhary https://t.co/aIRFOzjkcv pic.twitter.com/G3edARWdvw
— ANI (@ANI) June 26, 2023