আদিবাসী ও অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: করোনা (Coronavirus) আক্রান্ত রাজ্যের আরও এক মন্ত্রী। এবার সংক্রমণ ধরা পড়ল আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের (Binay Krishna Barman)। বুধবার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। মাথাভাঙার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

জানা যাচ্ছে, গত সপ্তাহে বিধানসভায় একটি বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিনয়বাবু। ফেরার পর বুধবারই তিনি কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটি বৈঠকে যোগ দেন। পরে মাথাভাঙার উনিশবিশায় দলীয় পথসভায় অংশ নেন। বিনয়বাবু বলেন, "আমার কোনও উপসর্গ নেই। তবে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের বিষয়টি জানিয়ে দিয়েছি।" আরও পড়ুন: Shanta Chhetri Tests Corona Positive: করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

গত কয়েক মাসে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক ও সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম করোনা আক্রান্ত হন দমকলমন্ত্রী সুজিত বসু। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী (Shanta Chhetri)। করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন।