প্রতীকী ছবি(Photo Credit: Facebook)

কলকাতা, ১০ জুন:  আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ (WB HS Results 2022)। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে এগারোটায় বোর্ডের ওয়েবাসাইটে ফলাফল দেখতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে বেলা বারোটায় অনলাইনে ফলাফল জানতে পারবেন।  মেধা তালিকায় থাকা প্রথম ১০ জনের নাম সকালেই ঘোষণা করবে সংসদ।  এই তথ্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্যের স্বাক্ষর করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তাই বেলা বারোটায় ফলাফল জানতে চোখ রাখুন wbresults.nic.inএ। আরওপড়ুন-Arjun Kapoor Wishes Cousin Sonam Kapoor: শৈশবের ছবি শেয়ার করে তুতো বোন সোনমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কাপুর, দেখুন ছবি

সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সামগ্রিক ফল এবং প্রথম ১০ জনের মেধা তালিকা ঘোষণা করবে। আগামী ২০ জুন শুক্রবার স্কুল থেকে মার্কশিট তুলতে পারবেন পড়ুয়ারা। করোনাকালে ২০২১-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। এই বছরে প্রথম নিজের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে পড়ুয়ারা।