কলকাতা: শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার (Odisha) বালাসোর (Balasore) থেকে ২০ কিলোমিটার দূরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। শনিবার দুপুরে কলকাতায় এই বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসকে (WB Governor Dr CV Ananda Bose) প্রশ্ন করা হলে এই দুর্ঘটনা সবাইকে গভীর শোকাহত (shocked) করেছে বলে মন্তব্য করেন তিনি।
এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই দুর্ভাগ্যজনক (tragedy) ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত (shocked) ও মর্মাহত (disturbed) করেছে। আমরা এই ট্রেন দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারকে সবরকম প্রয়োজনীয় সাহায্য করার চেষ্টা (provide all possible help) করছি। রাজভবন (Raj Bhavan) থেকে ওড়িশার বালাসোর (Balasore) ও কটকের (Cuttack) সমস্ত হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।" আরও পড়ুন: Dinhata Shootout: দিনে দুপুরে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে খুন, সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: "This tragedy has shocked and disturbed all of us. We will try to provide all possible help to the victims and their families. Raj Bhavan is in touch with all the hospitals in Balasore and Cuttack," says WB Governor Dr CV Ananda Bose on #BalasoreTrainAccident pic.twitter.com/LJcN8RuMBJ
— ANI (@ANI) June 3, 2023