বাংলার রাজ্যপাল হিসাবে প্রথমবার পুজো কাটালেন রাষ্ট্রপতি সিভি আনন্দ বোস (CV Ananada Bose)। দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে দেখা গিয়েছে রাজ্যপালকে। দশমীর সন্ধ্যায় রাজভবন থেকে ঘোষিত হল এবারের সেরা চার পুজোর নাম। শিল্প, ভাবনা, মণ্ডপ সজ্জা, প্রতিমা সমস্ত দিক মিলিয়ে সেরা ৪ ক্লাবকে দেওয়া হয়েছে 'দুর্গারত্ন' পুরস্কার (Durga Ratna)। পুরস্কারের সূচনা হল এবছর থেকেই।
পুরস্কৃত করা হয়েছে টালা প্রত্যয় (Tala Prattoy), কল্যাণী লুমিনাস ক্লাব, নেতাজি কলোনি লো-ল্যান্ড এবং বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বিজয়ী চারটি পুজো কমিটিকে মোট ৫ লক্ষ টাকা পুরস্কার দেবে রাজভবন। আগেই রাজ্যপাল 'দুর্গারত্ন' (Durga Ratna) পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন। মানুষের বিচারে সেরা চার পুজোকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছিলেন। ইমেল মারফত মতামত চাওয়া হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে। সেই ভোটের নিরিখেই এই চার পুজোকে 'দুর্গারত্ন' পুরস্কারের জন্যে বেছে নিয়েছে রাজভবন।