Manoj Pant (Photo Credits: X)

সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন এ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। দুপুর পৌনে ১টা নাগাদ স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) শুরু হয় বৈঠক। স্বস্থ্য ভবন সূত্রে খবর, চিকিৎসকদের ১২টি সংগঠনের দুজন করে প্রতিনিধি এদিনের বৈঠকে সামিল হয়েছিলেন। তবে বৈঠক শেষে হতাশ চিকিৎসকেরা। ফলাফল আশানুরূপ নয় বলেই দাবি করলেন সিনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের অভিযোগ, জুনিয়রদের ১০ দফার দাবি পূরণের কোন লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি সরকারের তরফে। এদিকে ওই ১০ দফার দাবি জানিয়ে ধর্মতলায় 'আমরণ অনশন'এ বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনসনকারী কয়েকজন চিকিৎসক। এমতাবস্থায় মুখ্যসচিবের সঙ্গে সোমবারের বৈঠক সদর্থক কিছু বার্তা দেবে বলেই মনে করেছিল সিনিয়র চিকিৎসকেরা। তবে সেই বৈঠক আশানুরূপ হল না।

বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করেন সিনিয়র চিকিৎসকেরা। তাদের বক্তব্য, প্রশাসনের তরফে জুনিয়রদের ১০ দফার দাবি পূরণের কোন লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ফলে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের আমরণ অনশন, আন্দোলন, প্রতিবাদ কর্মীসূচি জারি থাকবে। সরকার পরিস্থিতি স্বাভাবিক করার আর্জি জানালেও তাঁদের পক্ষে সেই আর্জি মানা সম্ভব নয়।

মানা হয়েছে ৭ দাবি, জানালেন মুখ্য সচিব...

এদিকে বৈঠক থেকে বেরিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ (West Bengal Chief Secretary Manoj Pant) জানান, জুনিয়র চিকিৎসকদের ১০ দফার দাবির মধ্যে ৭টা মানা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত কাজ হচ্ছে। অন্যদিকে বাকি তিন দাবি পূরণের জন্যে সরকারের কাছে নির্দিষ্ট সময়সীমা চাওয়া হয় বৈঠকে। সেই প্রসঙ্গে পন্থ বলেন, ওই দাবির ক্ষেত্রে এইভাবে সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব হয়। পরিস্থিতি বুঝে প্রশাসন এই বিষয়ে আগামী সিদ্ধান্ত নেবে। বৈঠক শেষে জুনিয়র চিকিৎসকদের কাছে 'আমরণ অনশন' তুলে নেওয়ার আর্জিও জানান মুখ্যসচিব।