Photo Credits: Facebook

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে (Duttapukur blast case) এনআইএ (NIA) তদন্তের (investigation) অনুরোধ জানিয়ে রবিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) চিঠি লিখলেন (writes) পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (West Bengal BJP President Dr Sukanta Majumdar)। বিস্ফোরণের (explosion) ফলে এখনও মৃত্যু হয়েছে সাত জনের। আরও পড়ুন: Kolkata Metro: আত্মহত্যা রুখতে কলকাতা মেট্রোর সব স্টেশনে বসছে স্ক্রিন ডোর

রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় আচমকা বিস্ফোরণের জেরে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যজুড়ে শুরু হয়েছে শোরগোল। একযোগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা।

আজ সাতসকালে আচমকা উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চল এক বিকট শব্দে কেঁপে ওঠে। ধূলিসাৎ হয়ে যায় আস্ত একটি দোতলা বাড়ি। বিস্ফোরণের প্রভাব এতটাই বেশি ছিল যে আশেপাশের ১০০টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।