আগামী শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। মূলত জল উৎপাদন কেন্দ্রে কিছু জরুরি মেরামতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে (Garden Reach Water Works) জল যেসব জায়গায় যায়, সেই জায়গাগুলিতে পরিষেবা বন্ধ থাকবে। আর তা চালু হবে ১৯ জানুয়ারি সকাল ৬টায়। জল পরিষেবা বন্ধ থাকায় দক্ষিণ কলকাতা সংযুক্ত এলাকা সহ পাশ্ববর্তী পুজালি ও বজবজ পুরসভার বিস্তীর্ণ অঞ্চলে। যার ফলে সমস্যায় পড়বে বহু মানুষ।
জল পরিষেবা বন্ধ থাকার কারণ
টালা, পলতার মতো গার্ডেনরিচেও জল উৎপাদন কেন্দ্র রয়েছে। জানা যাচ্ছে, গার্ডেনরিচের কেন্দ্রে পাইপলাইন, ভাল্ব সহ একাধিক যন্ত্রাংশ নিয়মমাফিক মেরামতি করতে হয়। আসলে গঙ্গার জলে যে পলি থাকে সেগুলি জমে থাকে, যার ফলে অপরিস্রুত জলগুলি বের করার প্রয়োজন পড়ে। তাই ১৮ জানুয়ারি সেগুলি পরিস্কার করা এছাড়া যন্ত্রপাতিগুলি রক্ষণাবেক্ষণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোথায় কোথায় বন্ধ থাকবে পরিষেবা?
জানা যাচ্ছে, কালীঘাট, রানিকুঠি, বেহালা, পর্ণশ্রী, চেতলা, মেটিয়াব্রুজ, কসবা, মহেশতলা যাদবপুরের বিভিন্ন এলাকা সহ গার্ডেনরিচের জল পরিষেবা যেসব ওয়ার্ডগুলিতে পৌঁছেছে সেই সব জায়গাতেই এই পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া বজবজ, পুজালির বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা।