কলকাতাঃ দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় পাহাড়(Hills)। তার মাঝেই বুধবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Heavy Rain)। এক রাতের বৃষ্টিতে ফের লণ্ডভণ্ড জলপাইগুড়ি। বৃষ্টির জেরে ভাঙল রাস্তা। হড়পা বানে ভাঙল সুইস ক্যানেলের গেট। ধ্বংসস্তূপের চেহারা নিল রাস্তা। দুশ্চিন্তায় জলপাইগুড়িবাসী। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে রাস্তায় তাবু খাটিয়ে কোনওরকমে জীবন অতিবাহিত করছেন স্থানীয়রা এমনটাই খবর।

ফের বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি, ভিটেমাটি ছেড়ে রাস্তায় আশ্রয় স্থানীয়দের

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ২৬ জনের। আহত বহু। জলের তলায় একাধিক গ্রাম। ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গ্রামের পর গ্রাম। নিখোঁজ বহু। বন্যার জলে ভাসছে হরিণ-গণ্ডারের দেহ। উত্তরবঙ্গজুড়ে শুধুই হাহাকার। পাহারে আটকে বহু পর্যটক। ইতিমধ্যেই উত্তরের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে বন্যা দুর্গতদের পাশে থেকে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরা হল না, রাতভর বৃষ্টিতে ফের লণ্ডভণ্ড জলপাইগুড়ি