প্রতীকী ছবি

আসানসোল: পশ্চিমবঙ্গে কয়লা পাচার কাণ্ডের (Multi- crore coal smuggling scam) মূল অভিযুক্ত (prime accused) প্রাক্তন যুব তৃণমূল নেতা (former TMC youth leader) বিনয় মিশ্রের (Vinay Mishra) ভাই বিকাশ মিশ্রকে (Vikas Mishra) চার দিনের জন্য সিবিআই হেফাজতে (CBI custody) পাঠানোর নির্দেশ দিল আসানসোলের (Assansol) সিবিআই আদালত (CBI Court)।

শুক্রবার আদালতে হাজির করা হলেও বিচারক এজলাসে থেকেই বিকাশ মিশ্রকে গ্রেফতার করার নির্দেশ দেন সিবিআইকে (CBI)। গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্টে বিকাশকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হলেও কেন তা এতদিন মানা হয়নি সেই প্রশ্নও তোলেন। এরপরই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত বিনয় মিশ্র দেশ থেকে পালিয়ে বর্তমানে ভানুয়াতু দ্বীপে (Vanuatu Island) আত্মগোপন করে (underground) আছে বলে জানা গেছে সিবিআই সূত্রে। আরও পড়ুন: BSF: উত্তর চব্বিশ পরগণার সীমান্তে অবৈধ সোনার চোরাচালান চক্রের হদিশ, ২৫টি সোনার বিস্কুট সহ গ্রেফতার এক