RG Kar Doctors Protest (Photo Credits: ANI)

বেশ কয়েকমাস হয়ে গেল, আরজি কর হা্সপাতালে (RG Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকের ধর্ষণ মামলা নিয়ে এখনও আদালতে চলছে বিচার প্রক্রিয়া। যদিও এই মামলায় ইতিমধ্যেই নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে অভিযুক্ত সঞ্জয় রায়কে। তবে এই রা্য় নিয়ে মোটেও সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও আন্দোলনকারী চিকিৎসকেরা। কারণ তাঁদের মতে, সিবিআইয়ের তদন্তপ্রক্রিয়ায় যথেষ্ট গাফিলতি ছিল। যদিও এই নিয়ে এখনও মামলা চলছে। শুক্রবার ছিল এই মামলার শুনানি। যেখানে নির্যাতিতার ডিএনএ রিপোর্ট নিয়ে শুনানি চলে।

আদালতে চলছে আরজি কর মামলার শুনানি

এই প্রসঙ্গে নির্যাতিতার পরিবার জানান, আমরা এখনও পর্যন্ত এই মামলার কোনও অগ্রগতি দেখতে পারিনি। একজন ডিএনএ বিশেষজ্ঞের মতামত সত্ত্বেও সিবিআই দাবি করছে ডিএনএ প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ডিএনএ রিপোর্টে বারবার সামনে আসছে যে ঘটনাস্থলে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল। কারণ ডিএনএর নমুনাতে মহিলাদের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে সিবিআই কেবল আমাদে্র সামনে সমস্যা তৈরি করছে। তবে এথনও আমরা আশা হারাইনি। আমরা এর শেষ দেখে ছাড়ব। ন্যায়বিচার না পাওয়া অবধি আমরা থামব না।

দেখুন নির্যাতিতার মায়ের বক্তব্য

আরজি করে ধর্ষণকাণ্ড

প্রসঙ্গত, গতবছর ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় এক জুনিয়র মহিলা চিকিৎসকের নগ্ন রক্তাক্ত দেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে। যদিও পুলিশি তদন্ত বা রাজ্য প্রশাসনের তদন্তপ্রক্রিয়ায় বিন্দুমাত্র ভরসা ছিল না নির্যাতিতার পরিবারের। সেই কারণে তাঁরা সিবিআই তদন্তের দাবি করেন। যদিও সিবিআই তদন্তে নেমে জানতে পারে একাধিক তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে তাঁদের তদন্ত নিয়েও উঠতে থাকে প্রশ্ন।