Vadhu Sheikh

রামপুরহাট, ৩০ মার্চ: রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই (Bagtui) গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ (Vadhu Sheikh) খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। তাদের ঝাড়খণ্ড সীমান্ত  থেকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে ভাদু শেখের খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হল। ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল হানিফ নামের এক যুবককে।

জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই তিনজন ঝাড়খণ্ডে পালানোর চেষ্টায় রয়েছে। খবর পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায় নজর রাখা হয়। ধৃতদের মধ্যে থাকা সঞ্জু শেখের বাড়িতেও ওইদিন আগুন লাগানো হয়। আরও পড়ুন: Mamata Banerjee: ‘পাহাড়ে চা সুন্দরী প্রকল্পে ৩ লক্ষ ৮০ হাজার পরিবারকে দেওয়া হবে ঘর’, মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, বাড়িতে আগুন লাগানোর ঘটনায় দমকল ও পুলিশের কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, দমকল ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কী দেখেছিলেন, কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা জানতে চাওয়া হবে। দমকলের ও পুলিশের কর্মীদের বয়ান রেকর্ড করবে সিবিআই।