দার্জিলিং, ২৯ মার্চ: মঙ্গলবার পাহাড়ে এসেই জনসংযোগে লেগে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে দার্জিলিং ম্যালে প্রশাসনিক সভায় তিনি বলেন, “কোভিডের সময় আসার সুযোগ হয়নি। ২-৩ মাস আগে কার্শিয়াঙে এসেছিলাম। ২ বছর পরে এলাম দার্জিলিঙে। ২১ লক্ষ বিধবাকে ভাতা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে সরকারে যত আবেদন পাওয়া গেছে, তার মধ্যে ১ কোটি ৫৩ লক্ষ ইতিমধ্যেই দেওয়া হয়েছে।”
পড়ুন টুইট
'Chaa Sundari Scheme' has been launched in the state, under which 3,80,000 families will be provided homes. Tea labourers used to get Rs 67 as daily wage before TMC came to power, now they are paid Rs 202 daily wage: West Bengal CM Mamata Banerjee in Darjeeling pic.twitter.com/gX2qIFYn7u
— ANI (@ANI) March 29, 2022
21,000 students of West Bengal have been provided credit cards for their educational expenses upto Rs 10 lakh, we are in the process of adding more students to the list gradually: West Bengal CM Mamata Banerjee in Darjeeling pic.twitter.com/b44EH2BvY3
— ANI (@ANI) March 29, 2022