প্রতীকী ছবি (File Photo)

দুই বাড়ির মাঝে কমন স্পেস নিয়ে কথা কাটাকাটি, সেখান থেকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে পরিবারের সদস্যদের হাতে উঠল তলোয়াড়, বন্দুক। অস্ত্র দেখে আতঙ্কে এলাকাবাসীরা পালালো ঘরে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে এল পুলিশ বাহিনী। রবিবাসরীয় সকালে এমনই রণক্ষেত্র চেহারা দেখা গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) কুলটি থানার অন্তর্গত বরাকরের মনোবেড়িয়ায়। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে। যদিও তলোয়ার দেখিয়ে ভয় দেখানোর মত ঘটনা আগে কখনও এই এলাকায় ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।

জানা যাচ্ছে, ওই এলাকায় দুই আনসারির বাড়ি পাশাপাশি এবং এই দুই বাড়ির মাঝে কিছুটা ফাঁকা জমি রয়েছে। এইটুকু জমি কার, এই নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। আর প্রতিবারই এলাকাবাসী বা স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিবাদ মেটে। রবিবার সকালেও দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। অভিযোগ, এই ঝামেলার মধ্যেই একজন ঘর থেকে তলোয়াড় বের করে অপরজনের ওপর হামলা চালাতে যায়।

তখন পরিবারের লোকজনেরাই তাঁকে ঠেকায়। তখন অপজনও ঘর থেকে তলোয়াড় বের করে। এরমাঝেই একজন বন্দুক শূন্যে তুলে গুলি ঝোড়ে বলেও অভিযোগ। বিপদ দেখে যাঁরা মধ্যস্থতা করতে এগিয়েও আসছিল, তাঁরাও ভয়ে পালিয়ে যায়। প্রতিবেশীদের মধ্যে একজন স্থানীয় পুলিশকে ফোন করে খবর দেয়। তারপরেই ঘটনাস্থলে পুলিশ আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দুই পরিবারের তিনজন আহত হয়েছে। তাঁরা সকলেই ভর্তি হাসপাতালে।