এসআইআর প্রক্রিয়ায় বাংলার একজন যোগ্য ভোটারের নামও বাদ গেলে তৃণমূল (TMC) যে বরদাস্ত করবে না, সেই কড়া বার্তা নিয়ে শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন দলের ১০ সদস্যের প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর, প্রায় দু ঘণ্টা বৈঠক শেষে সাংসদ ডেরেক ও ব্রায়েন জানান, এসআইআর নিয়ে কমিশনের কাছে রাখা পাঁচটি প্রশ্নের সদুত্তর না মেলায় তাঁরা অবিলম্বে এই বিতর্কিত প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন।

প্রথমে কমিশনের তরফে ৪ সদস্যের প্রতিনিধি দলকে আসতে বললেও বিরোধীতা করে তৃণমূল। পরবর্তীকালে রাজ্যের শাসক দলের দাবি মেনে ১০ সাংসদের সঙ্গে কমিশন বৈঠক করলেও, লাইভ টেলিকাস্টের দাবি মানা হয়নি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলেন, এসআইআর-এর বিরুদ্ধে যাঁরা সুপ্রিম কোর্টে গিয়েও কোনো পরিবর্তন আনতে পারেননি, তাঁদের এই প্রশ্ন করা উচিত নয়।

প্রসঙ্গত, রাজ্যে চলতি মাস থেকেই শুরু হয়েছে এসআইআর। বিহারের পর বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে ও কাজের চাপে অনেকেই অসুস্থ হয়েছেন। সেই সঙ্গে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদের মধ্যে ৫ জন বিএলও ও ৩৫ জন সাধারণ মানুষ রয়েছেন।