অশোকনগরের পেট্রোলিয়াম গ্যাসের খনি (Picture Source: ANI)

অশোকনগর, ২০ ডিসেম্বর: আজ অশোকনগরের (Ashoknagar) পেট্রোলিয়াম গ্যাসের খনি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চালু হওয়ার অপেক্ষায় তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র। পশ্চিমবঙ্গের অশোকনগরে অবস্থিত ভারতের অষ্টম উত্পাদনকারী অববাহিকা জাতির উদ্দেশ্যে উত্সর্গ করলেন ধর্মেন্দ্র প্রধান।

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অশোকনগর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছিল প্রায় তিন বছর আগে। অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবুজ সংকেত দেওয়ার পরে জোর কদমে কাজ শুরু হয়। আরও পড়ুন, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের পর সঙ্গীত ভবনে বাউল গান ও রবীন্দ্র সঙ্গীত শুনছেন অমিত শাহ

মাস কয়েক আগে দেশের পেট্রোলিয়াম মন্ত্রী কলকাতায় ঘোষণা করেন অশোকনগরে তাঁরা প্রাকৃতিক গ্যাস খুঁজে পেতে সক্ষম হয়েছেন। আর অশোকনগরের মাটির তলায় শুধুমাত্র তেল বা গ্যাস নয়। এখানে ও এন জি সি খুঁজে পেয়েছে এক সঙ্গে তেল ও গ্যাসের ভান্ডারকে। সাধারণত তেল ও গ্যাস একই এলাকায় খুবই কম পাওয়া যায় বলে দাবি পেট্রোলিয়ামমন্ত্রীর।