মঙ্গলবার, ৯ মে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি-র বকলমে চলা সাংস্কৃতিক সংগঠন "খেলো হাওয়া"-র অনুষ্ঠানে যোগ দিতে আসছেন শাহ। সায়েন্স সিটি অডিটোরিয়ামে রবীন্দ্র জয়ন্তী পালন করতে বাংলার সংস্কৃতি জগতের ব্যক্তিদের নিয়ে বিজেপির সমর্থনে হবে এই শাহি অনুষ্ঠান।
গেরুয়া শিবিরে থাকা রাজ্যের সংস্কৃতি জগতের বিভিন্ন ব্যক্তিরা ছাড়াও এই অনুষ্ঠানে তনুশ্রী শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোমলতা আচার্য্যর উপস্থিত থাকতে পারেন বলে দাবি করা হয়েছে। যদি তনুশ্রী, ঋতুপর্ণারা এই ব্যাপারে কিছু জানাননি। আরও পড়ুন-
রাজৌরিতে শহিদ হলেন জখম হওয়া আরও তিন সেনা জওয়ান
দেখুন টুইট
Union Home Minister Amit Shah to visit Kolkata He will be attending a cultural programme organised by ‘Khola Hawa', a socio-cultural body based in West Bengal, on May 9 at Science City Auditorium.
— Syeda Shabana (@ShabanaANI2) May 5, 2023
লোকসভা ভোটের আগে দলে বাঙালিয়ানা বাড়াতে বিজেপির এই উদ্যোগ। রাজ্যের বুদ্ধিজীবীদের সমর্থন এর আগে বহুবার চেয়েও পাননি শাহ। এবার তিনি সেটা পেতে আরও মরিয়া।