অমিত শাহ (Photo Credit: IANS)

দুর্গাপুর, ১৪ এপ্রিল: দু'দিনের সফরে পশ্চিমবাঙলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার দুপুরে দুর্গাপুর বিমানবন্দরে নামলেন শাহ। শহকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা জিতেন্দ্র অধিকারী সহ রাজ্যে বিজেপির নেতা, জনপ্রতিনিধি, সাংসদরা। শাহ-কে ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান শুভেন্দু-সুকান্তরা।

বীরভূমে বিজেপি পার্টি অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন ও বেনিমাধব স্কুল মাঠে তিনি জনসভা করবেন। দুর্গাপুর থেকে বীরভূমে কপ্টারে উড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বীরভূমে কাজ সেরে বিকেল ৪টে ৫ মিনিটে কলকাতায় আসবেন শাহ। আজ, শুক্রবার বিকেলেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। আরও পড়ুন-দেখুন, কলকাতায় মুখ্যমন্ত্রীর শঙ্খের ন্যায় অসাধারণ ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন

দেখুন ভিডিয়ো

২০২৪ লোকসভার নির্বাচনের জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন শাহ। লোকসভার ভোটে রীতিমত প্রচারও শুরু করেছেন শাহ। এরই মাঝে বঙ্গ সফর। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভাল ফলের দিকে নজর। তবে শাহর পাখির চোখ লোকসভা নির্বাচন। ২০১৯ লোকসভা ভোটে প্রচারের মডেলেই বঙ্গ বিজেপি নেতাদের লড়তে বলছেন বিজেপি-র অঘোষিত নম্বর টু।