পেট্রাপোল সীমান্তের দীর্ঘদিনের সমস্যার অবশেষে সমাধান ঘটল। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) উদ্বোধন করলেন মৈত্রী দ্বার (Maitri Dwar) ও টার্মিনাল বিল্ডিংয়ের (Terminal Building)। এশিয়া বৃহত্তম স্থলবন্দর নিয়ে অনেকদিন ধরেই সমস্যা ভুগছিলেন ব্যবসায়ী ও নিত্যযাত্রীরা। এই এলাকাতেই মূলত দুই দেশের মধ্যে আমদানী রপ্তানি হয়। বানিজ্যিক স্বার্থে যাতায়াত করে পণ্যবাহী ট্রাক। ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বছরখানেক আগে কেন্দ্র সরকারের তরফ থেকে মৈত্রী দ্বার ও টার্মিটান বিল্ডিংয়ের শিলান্যাস হয়েছিল। অবশেষে রবিবার এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা যাচ্ছে, গতকাল রাতেই কলকাতায় এসেছিলেন শাহ। সকালে হেলিকপ্টারে করে কালিয়ান ক্যাম্পে আসেন তিনি। সেখান থেকে সড়কপথে পেট্রাপোল আসেন তিনি। তারপর উদ্বোধন করেন মৈত্রী দ্বার ও টার্মিনাল বিল্ডিংয়ের। এখান থেকে কলকাতায় ফিরে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তবে এই সফরে আরজি করের নিহত চিকিৎসকের পরিবার সঙ্গে দেখা করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
#WATCH | West Bengal: Union Home Minister Amit Shah inaugurated the newly constructed passenger terminal building and a cargo gate named 'Maitri Dwar' at the Land Port in Petrapole, in North 24 Parganas pic.twitter.com/2YSrJM1oLz
— ANI (@ANI) October 27, 2024