
নতুন দিল্লি, ১৮ জানুয়ারি: আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুজকাওয়াজে পশ্চিমবঙ্গের ট্যাবলো (West Bengal Tableaux) বাদ দেওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রবিবার, ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছিলেন, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে বাংলার ট্যাবলোকে বাদ দেওয়ায় তিনি ব্যথিত।
এরপর আজ, মঙ্গলবার রাজনাথ সিং চিঠিতে মমতাকে লেখেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা সবাই শ্রদ্ধা করি। সম্মান স্মারক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি পরাক্রম দিবস ঘোষণা করেছেন। এবার থেকে গণতন্ত্র দিবসের উদযাপনের শুরুই হবে ২৩ জানুয়ারি থেকে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।"আরও পড়ুন: ওমিক্রনের প্রভাব বড়দের তুলনায় ছোটদের উপর অনেক বেশি, শিশুদের নিয়ে চিন্তায় চিকিৎসকরা
দেখুন টুইট
BREAKING: Defence Minister @rajnathsingh writes back to CM @MamataOfficial over the tableaux row, speaks about honouring #Netaji & cites reasons for not including #WestBengal’s tableaux pic.twitter.com/mBAc0y3pPS
— Sreyashi Dey (@SreyashiDey) January 18, 2022
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজের ট্যাবলোতে বাদ পড়া ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনকেও চিঠি লিখেছেন রাজনাথ সিং।