Death, Representational Image (Photo Credit: File Photo)

ভরদুপুরে দমদমে ভয়াবহ দুর্ঘটনা। বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে দমদমের (Dum Dum) শেঠবাগান এলাকায়। জানা যাচ্ছে, এদিন একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। ওই জমিতে প্রমোটিং হওয়ার কথা ছিল। তবে কোনও সুরক্ষা ছাড়াই শ্রমিকরা কাজ করছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসেছে। আটক করা হয়েছে একজনকে। যদিও আহতদের স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকেই বাড়ি ভাঙার কাজ চলছিল। আচমকাই ঘটনাটি ঘটেছে। আমরা দেখি যে একজন শ্রমিক মারা গিয়েছে। পাড়ার ছেলেরাই আহতদের উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। যদিও প্রোমোটার গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।  পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুনীল মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকার বাসিন্দা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যদিও সে প্রোমোটার কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।