কলকাতাঃ হাওড়া জেলার অন্তর্গত একটি কেন্দ্র হল উলুবেড়িয়া (Uluberia)। এই কেন্দ্রের বর্তমান সাংসদ সাজদা আহমেদ (Sajda Ahmed)। চব্বিশের নির্বাচনেও তাঁকেই প্রার্থী করেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন অরুণোদয় পাল চৌধুরী (Arunuday Paulchowdhury) । কংগ্রেসের প্রার্থী আজহার মল্লিক। এই কেন্দ্রের ভোট ২০ শে মে। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি এই কেন্দ্রটি। যার মধ্যে রয়েছে শ্যামপুর, বাগনান, আমতা এবং উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া উত্তর ও উলুবেড়িয়া পূর্ব।
১৯৭১ সাল থেকে বামেদের দুর্গ বলেই পরিচিত ছিল উলুবেড়িয়া। ২০০৯ সাল পর্যন্ত বামদের রাজত্ব ছিল এখানে। ২০০৯ লোকসভা নির্বাচনে এই আসনে প্রথম জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সে বার ৫ লক্ষ ১৪ হাজার ১৯৩ ভোটে জয়ী হন সুলতান আহমেদ। ৪ লক্ষ ১৫ হাজার ২৫৭ ভোটে হারেন হান্নান মোল্লা। ফের ২০১৪ সালেও এই কেন্দ্রে ওড়ে সবুজ আবীর। ৫ লক্ষ ৭০ হাজার ৭৮৫ ভোট পেয়ে ফের জয়ী হন সুলতান আহমেদ। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী সাবির উদ্দিন মোল্লা। ২০১৭ সালে সুলতান আহমেদের মৃত্যু হলে এই আসনে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে জয়ী হন প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। ২০১৯ লোকসভা নির্বাচনেও জয়ী হন তিনি। ৬ লক্ষ ৯৪ হাজার ৯৪৫ ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৪ লক্ষ ৭৯ হাজার ৫৮৬ ভোট। মোট ২ লক্ষ ১৫ হাজার ৩৫৯ ভোটে জেতেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। এ বারের নির্বাচনে নিজেদের গড় ধরে রাখতে মরিয়া হয়ে উঠবে রাজ্যের শাসক দল তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেসও ছাড়ার পাত্র নয়, তাই বোঝাই যাচ্ছে জমে উঠতে চলেছে এই আসনের লড়াই।