আরও জোরালো হল জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ (Junior Doctors Protest)। শনিবার সকালে অনশন মঞ্চে যোগ দিলেন দুই জুনিয়র চিকিৎসক। এদের মধ্যে একজন পরিচয় পাণ্ডা, যিনি শিশুমঙ্গল হাসপাতালে ইএনটি বিভাগের সঙ্গে যুক্ত, দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এবং অপরজন হলেন কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের পিজিটি আলোলিকা ঘোড়ুই। এর আগে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের ৬ জন জুনিয়র চিকিৎসক অনশনে যোগ দেন। অষ্টম দিনে আরও দুই চিকিৎসকের যোগদান নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ফলে বর্তমানে অনশন মঞ্চে সদস্য সংখ্যা বেড়ে হল ৮। অন্যদিকে চিকিৎসক অনিকেত মাহাতো আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রথমে এই অনশন মঞ্চ শুরু হয় ৬ জন চিকিৎসকের উপস্থিতিতে। পরে অনিকেত মাহাতো যোগ দেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও অনশনে না বসার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। তারপর আজ এই মঞ্চে যোগ দিলেন জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্য পরিচয় ও আলোলিকা। অন্যদিকে বাকিদের অবস্থা বর্তমানে স্থীতিশীল ছিল বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা সহ ১০ দফা দাবি নিয়ে প্রথমে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। পরে রাজ্য প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে এই বিক্ষোভ তুলে নেয় জুনিয়র চিকিৎসক ফ্রন্ট। তবে তাঁরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখবে বলে আগাম জানিয়ে দিয়েছিল। কিন্তু তাঁরা আদপে কোনও কাজ না করলে অবশেষে পুজোর আবহে অনশন কর্মসূচি শুরু করেন চিকিৎসকেরা।