গতবছর মে মাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মানিক সাহা (Tripura CM Manik Saha)। তারপর থেকে প্রায় বহু মাস হয়ে গিয়েছে নিজের চেনা ঠিকানায় যাওয়া হয়না তাঁর। তবে রাজনীতিকের গুরুভার সামলাতে গিয়ে নিজের চিকিৎসকের পরিচয়টা হারিয়ে যেতে দেননি তিনি। বুধবার সেই কথাই স্মরণ করিয়ে দিলেন মানিক সাহা।
অপারেশন থিয়েটারে গিয়ে নিজের হাতে ১০ বছরের এক বালকের অস্ত্রোপচার করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM Manik Saha)।
অপারেশন থিয়েটারে চিকিৎসক মানিস সাহাঃ
#WATCH अगरतला: त्रिपुरा के मुख्यमंत्री माणिक साहा ने अपने पुराने कार्यस्थल पर 10 वर्षीय अक्षित घोष की ओरल सिस्टिक लेसियन सर्जरी की। pic.twitter.com/LFabfXJByj
— ANI_HindiNews (@AHindinews) January 11, 2023
এক সময় নিত্য যাতায়াত ছিল হাসপাতালে। নিয়ম করে রোজ রোগী দেখতেন তিনি। শুধু কি রোগী দেখা! হাসপাতালের হবু ডাক্তারদের পড়াতেনও তিনি। তবে মুখ্যমন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পাওয়ায় পুরনো দায়িত্ব থেকে কয়েকদিন ছুটি নিয়েছিল। কিন্তু রোগী ফেলে চিকিৎসক কতদিন আর পালাবে! সেই পুরনো ঠিকানায় ফিরতে হল মানিক সাহাকে। দীর্ঘ ৭ মাস পর বুধবার সকালে নিজের পুরনো কর্মস্থল ত্রিপুরা মেডিক্যাল কলেজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। সোজা ঢুকে গেলেন অপারেশন থিয়েটারে। সেখানেই এদিন বছর ১০ এর এক বালকের অস্ত্রোপচার করেন তিনি (Manik Saha)।