
শনিবারের রাতে বউবাজারে (Boubazar) তৃণমূল নেতার ওপর প্রাণঘাতী হামলা। অভিযোগ, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ইরফান আলি তাজ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, তৃণমূলের হকার ইউনিয়নের নেতা শারিক আমানকে বেধড়ক মারধর করা হয়। চেয়ার, লোহার রড, বাঁশ দিয়ে হামলা চালানো হয়। এমনকী চপার দিয়ে এলোপাথারি কোপানো হয়। আক্রমণের শিকার হন শারিকের বাবা ও তাঁর অনুগামীরাও। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তৃণমূল নেতার ওপর প্রাণঘাতী হামলা
অভিযোগ, এদিন রাতের দিকে বউবাজারের কলুটোলায় শারিক কয়েকজন অনুগামীদের নিয়ে গল্প করছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন চড়াও হয় তাঁদের ওপর। অভিযোগ, হামলাকারীদের মধ্যে ইরফাল আলি তাজও ছিলেন। যদিও তিনি এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন। তাঁর বক্তব্য, তিনি নিজেই অসুস্থ, ফলে এই হামলার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন।
বেআইনি নির্মাণের প্রতিবাদ
অন্যদিকে, তৃণমূল নেতা শারিকের অভিযোগ, কাউন্সিলরের স্বামী এলাকায় একাধিক বেআইনি নির্মাণ করছেন। আর সেই নিয়ে তিনি প্রতিবাদও করছেন। সম্প্রতি এই নিয়ে একটি ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। যা নিয়ে সমালোচনাও হন কাউন্সিলরের স্বামী। এমনকী শারিক এরপর থেকেই হুমকি ফোন পাচ্ছিলেন। তারপরেই এদিন হামলা চলে তৃণমূল নেতার ওপর।