কলকাতা: গত মঙ্গলবার দুদিনের বৈঠকের পর ২৬টি রাজনৈতিক দল নিয়ে বিরোধী জোট তৈরির কথা ঘোষণা করা হয়েছিল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। তারপর থেকে দেশজুড়ে এই জোট নিয়ে নানা আলোচনা চলছে। শনিবার দেশের বড় বড় রাজনৈতিক নেতা-নেত্রীকে ঐক্যবদ্ধ করার জন্য, এক মঞ্চে নিয়ে আসার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) প্রশংসা করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Trinamool Congress MP Shatrughan Sinha)।
সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত শত্রুঘ্ন সিনহা বলেন, "ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডি়য়া) (Indian National Developmental Inclusive Alliance)-র একদিকে যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee) আছেন তেমনি অন্যদিকে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge), দেশের রাজনৈতিক আইকন রাহুল গান্ধী (national political icon Rahul Gandhi), শরদ পাওয়ার (Sharad Pawar), সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি (CPI(Marxist) leader Sitaram Yechury), আরজেডি-র লালুপ্রসাদ যাদব (RJD's Lalu Prasad Yadav), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর মতো সমস্ত বড় নেতা-নেত্রী এক ছাতার (umbrella) নিচে এসেছেন। এই ঘটনার জন্য নীতীশ কুমারকে অভিনন্দন জানাই।"
প্রসঙ্গত উল্লেখ্য, জোটের নাম নিয়ে ইতিমধ্যেই নিজের আপত্তির কথা জানিয়েছেন নীতীশ কুমার। নামের বিরোধিতা দলের অন্দরে সরব হয়েছেন সব দলেরই লোকেরা। দিল্লির বাড়খাম্বা থানায় অভিযোগ দায়ের করেছেন একজন ব্যক্তি। আরও পড়ুন: Malda Women Stripped Half-Naked: মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় তৃণমূলকে বিঁধলেন সুকান্ত
দেখুন ভিডিয়ো:
#WATCH | "On one side of the Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A), there is West Bengal CM Mamata Banerjee, on the other side there is Congress president Mallikarjun Kharge, national political icon Rahul Gandhi, Sharad Pawar, CPI(Marxist) leader Sitaram… pic.twitter.com/893g0QDXcq
— ANI (@ANI) July 22, 2023