Malda Women Stripped Half-Naked (Photo Credits: Twitter)

মণিপুরের ছায়া মালদায়। ভরা বাজারে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধোরের অভিযোগ। মালদার বামনগোলায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির তরফে অভিযোগ, বামনগোলার পাকুয়া হাটে ২ আদিবাসী মহিলাকে অর্ধনগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়। অকথ্য অত্যাচার করা হয় তাঁদের উপর। সেই কুৎসিত ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তৃণমূলের একহাত নিলেন।

মালদার বামনগোলায় দুই আদিবাসী মহিলাকে অর্ধনগ্ন করে মারধরের ভিডিয়ো সদাল মিডিয়ায় তুলে ধরে সুকান্ত লেখেন, পশ্চিমবঙ্গের বুকে উপজাতি মহিলাদের উপর হওয়া অত্যাচারের আরও একটি ভয়ঙ্কর ঘটনা। এরপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে আক্রমণের তির ছুঁড়ে তিনি বলেন, 'অন্যান্য সমস্ত ঘটনার মত দিদি এবারেও নীরব'।

মালদায় দুই আদিবাসী মহিলাকে অর্ধনগ্ন করে মারধর... 

প্রসঙ্গ তুলেছেন সদ্য গঠিত বিজেপি বিরোধী অ্যালায়েন্স 'ইন্ডিয়া'র (INDIA)। কেন 'ইন্ডিয়া' এই ঘটনার নিন্দা করছে না সেই প্রশ্নও রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি।