আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে তৃণমূল, বিজেপির মতো রাজনৈতিক দলগুলি। ২৬-এর নির্বাচনে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। যার ফলে ভোটপ্রচার এখন থেকেই শুরু করে দিয়েছে প্রতিটি দলের রাজনৈতিক নেতারা। বুধবার ডায়মন্ড হারবারে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সভাতেই ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। সেই সঙ্গে ২৬-এর নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিরুদ্ধে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেখানে অভিষেক বলেন, “তৃণমূলকে যত আক্রমণ তত শক্তিশালী হবে। ২১-এর নির্বাচনে যত আসন পেয়েছিলাম, ২৬-এর নির্বাচনে তার থেকে বেশি আসন পেয়ে আমরা সরকার গড়ব। আমি ভবিষ্যদ্বাণী পারি না, কিন্তু মানুষের ভালোবাসায়, আশির্বাদে যতটুকু বলি তা ফলে যায়। ২১-এর নির্বাচনে বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল। ২৬-এর নির্বাচনে তা কমে আসবে ৫০-এ। এর আগে বলেছিলাম ২০১৯-এ লোকসভা নির্বাচনের তুলনা ২৪-এ তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, তাই বেড়েছে”।

দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

 

২৬-এ বিধানসভা নির্বাচন

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক একাধিক পট পরিবর্তন হয়েছে। একাধিক দুর্নীতিতে আবারও নাম জড়িয়েছে তৃণমূলের। তবুও সম্প্রতি কালীগঞ্জে উপ নির্বাচনে বিজেপিকে বলে বলে গোল দিয়েছে তৃণমূল। ফলে বোঝা যাচ্ছে, ২৬-এর নির্বাচনে আরও লড়াই কঠিন হতে চলেছে বিজেপির।