Idris Ali: ৪০ লক্ষ টাকায় বিলি পঞ্চায়েতের পদ, দলবিরোধী মন্তব্যের দায়ে বিধায়ক ইদ্রিস আলিকে কড়া শাস্তি দিচ্ছে তৃণমূল
Idris Ali (Photo Credit: Zee/Twitter)

পঞ্চায়েতে পদের দাম ৩০-৪০ লক্ষ টাকা। টাকার বিনিময়ে পঞ্চায়েতের পদ বিলি করেছেন তৃণমূল নেতারা। সম্প্রতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি এমন বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। ইদ্রিস আলি বলেছিলেন, "টিকিট দেওয়ার নামে তৃণমূলের ব্লক সভাপতি টাকা নিয়েছেন। ভগবানগোলা-২ ব্লকে যে ধরনের ঘটনা ঘটেছে, কিছু না হলেও সেখানে ৩০-৪০ লক্ষের গল্প রয়েছে। আমাদের পরিবর্তনের দরকার। ব্লক সভাপতিদের সব থেকে বেশি বদলের প্রয়োজন।" নিজের দলের বিরুদ্ধে এমন মন্তব্য করে শাস্তি পেতে চলেছেন বিতর্কিত বিধায়ক ইদ্রিস আলি। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলিকে দলবিরোধী মন্তব্যের জন্য কড়া শাস্তি দিচ্ছে তৃণমূল। জোর জল্পনা ইদ্রিসকে সাসপেন্ড করা হতে পারে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের একাংশ আগেই ইদ্রিসের বিরুদ্ধে কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন বলে খবর।

একটা সময় তিনি ছিলেন তৃণমূলের সাংসদ। কিন্তু গত লোকসভা নির্বাচনে বসিরাহাট থেকে ইদ্রিসকে সরিয়ে টলিউড নায়িকা নুসরত জাহানকে প্রার্থী করেন মমতা। সাংসদ হিসেবে ইদ্রিসের ভূমিকায় মোটেও খুশি ছিল না দল। এরপর অভিজ্ঞতার কথা মাথায় রেখে ইদ্রিসকে অধীর চৌধুরীর জেলার ভগবানগোলা থেকে ২০২১ বিধানসভায় প্রার্থী করেছিল দল। সেখান থেকে জিতে বিধায়ক হন ইদ্রিস। কিন্তু তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া প্রাক্তন কংগ্রেস নেতা ইদ্রিস বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন। অতীতে বেশ কয়েকবার তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন।