কলকাতাঃ বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাস্তায় জড়ো হয়ে 'গো ব্যাক' স্লোগান তোলেন টিএমসিপি সদস্যরা। শুধু তাই নয়, রাজ্যপালকে কালো পতাকাও দেখানো হয়। জানা গিয়েছে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রাপকদের মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠান রয়েছে। সেখানেই যোগ দিতে আসেন রাজ্যপাল। টিএমসিপি সদস্যদের বক্তব্য "এখনও বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। এদিকে রাজ্যপাল এসে অ্যাওয়ার্ড সেরিমনির নামে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে কনভোকেশন করছেন। শিক্ষকদের ঢুকতে না দিয়ে অনুষ্ঠান হচ্ছে। শুধুমাত্র রাজ্যপালের দলদাসদের ডাকা হয়েছে। তাই জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি।" টিএমসিপির সাধারণ রাজ্য সম্পাদক, অভিরূপ চক্রবর্তী বলেছেন, "কলকাতা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অসাংবিধানিক অনুষ্ঠানে যোগ দিতে আসা রাজ্যপালকে আমরা কালো পতাকা দেখিয়েছি। আমরা সবাই জানি যে পিএইচডি ডিগ্রি শুধুমাত্র সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া হয়। আজ, তারা একটি সমাবর্তন অনুষ্ঠানের নামে একটি অসাংবিধানিক অনুষ্ঠান করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে টিএমসিপির বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস
#WATCH | Kolkata | Trinamool Chhatra Parishad (TMCP) students protest against West Bengal Governor Dr CV Ananda Bose, who is presiding over the Certificate and Medal distribution ceremony, at the University of Calcutta today
TMCP State General Secretary, Abhiroop Chakraborty… pic.twitter.com/CpBsm2voWz
— ANI (@ANI) October 3, 2024