Tridhara Akalbodhon 2025. (Photo Credits:X)

Tridhara Sammilani 2025: একেবারে গা ছমছমে থিম নিয়ে হাজির ত্রিধারা। এবারের দুর্গাপুজো (Durga Puja 2025)-য় অঘোরীদের ডেরায় হাজির হওয়ার স্বাদ নিতে যেতেই হবে দেশপ্রিয় পার্কের পাশেই ত্রিধারা (Tridhara Akalbodhon 2025)-র পুজোতে। থিমের ভাবনায় শিবতাণ্ডব, অঘোরী সাধুদের উপস্থিতি। বাস্তবতার কল্পনার মিশে যাওয়ার পুজো নিয়ে হাজির ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজো। ত্রিধারার ৭৯তম বছরের পুজোয় এবারের থিম 'চলো ফিরি'। এবারের ‘চলো ফিরি’ থিমে আয়োজকরা তুলে ধরতে চাইছেন ভগবান শিবের তাণ্ডব নৃত্যের এক অনন্য রূপ।

মঙ্গলবার উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের

দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর এবারের দুর্গাপুজোর থিমের নকশা ও প্রতিমা নির্মাণ করেছেন নির্মাণ করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা। তিনিই এবারের ভাবনার মূল কারিগরও। আগামিকাল, মঙ্গলবার রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিধারার পুজোর উদ্বোধন করতে চলেছেন। তারপর এই পুজো খুলে যাবে সাধারণ মানুষদের দর্শণের জন্য।

দেখুন ত্রিধারা সম্মিলনীর পুজোর ভিডিও

শুক্রবার থেকে মণ্ডপের পাশে ত্রিধারায় হবে অঘোরীদের সরাসরি পরিবেশন

ত্রিধারা সম্মিলনীর পুজোয় এক ভিন্ন রূপের আভাস মিলছে। উঁচু বেদীর ওপর অধিষ্ঠিত মহাদেব, তাঁর পাশেই একটি মন্দিরে দেবীর অবস্থান। পুরো মণ্ডপের দেওয়ালে খোদাই করা হয়েছে দেবনাগরী লিপি ও কালীমূর্তির প্রতিচ্ছবি। পাহাড়ি মন্দিরের মতো পতাকাও যুক্ত হয়েছে সাজসজ্জায়, যা দর্শনার্থীদের জন্য তৈরি করছে এক আলাদা অনুভূতির আবহ। আগামী শুক্রবার, ২৬ সেপ্টেম্বর থেকে ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে শুরু হতে চলেছে অঘোরীদের সরাসরি পরিবেশনা।