![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/02/2020-02-21-1-3-380x214.jpg)
পুরুলিয়া, ২১ ফেব্রুয়ারি: মোরগ লড়াইয়ের (Cockfight) আসরে প্রতিপক্ষ মোরগের আক্রমণে মৃত্যু হল মোরগ মালিকেরই। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) হুড়ার পালগাঁ গ্রামে। মৃতের নাম অসীম মাহাত। হুড়ার পালগাঁর জঙ্গলে বসেছিল মোরগ লড়াইয়ের আসর।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, দূর দুরান্তের অসংখ্য মানুষ এসে জড়ো হন মুরগি নিয়ে। হুড়ার রুদরা গ্রামের বাসিন্দা অসীম মাহাতো এসেছিলেন মোরগ লড়াইয়ে অংশ নিতে।তাঁর মোরগ জিতেও যায়। প্রতিপক্ষের মৃত মোরগ ঝুলিয়ে অসীম যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আরও পড়ুন: Amit Shah: কলকাতায় অমিত শাহের সভা ঘিরে অনিশ্চয়তা
অন্য একটি মোরগকে পায়ে অস্ত্র বেঁধে তৈরি করা হচ্ছিল। সে সময় ওই মোরগটি এসে অসীমের হাতে ঝুলন্ত মোরগকে আক্রমণ করে, মোরগের পায়ে বাঁধা ছুরিতে কেটে যায় গলার নলি। মোরগ মালিককে প্রথমে হুড়া স্বাস্থ্যকেন্দ্র পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষনা করেন চিকিত্সকরা। মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গ্রাম। কেউউ মানতে পারছেন না এই আকস্মিক ঘটনা।