কলকাতাঃ রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের (TMC) শহিদ দিবস (Sahid Diwas)উপলক্ষে ধর্মতলায় (Dharmatala)মেগা সমাবেশ। জোরকদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। ইতিমধ্যেই জেলা থেকে দল বেঁধে শহরে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকেরা। এদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তা সচল রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সপ্তাহের প্রথমদিন রাস্তায় বেরিয়ে নিত্যযাত্রীদের নাকাল হওয়ার সম্ভাবনা প্রবল। তাই জেনে নিন সোমবার কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন।
২১ জুলাই উপলক্ষে কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ?
- ধর্মতলার অভিমুখে রাস্তায় কোনও গাড়ি দাঁড় করানো যাবে না।
- যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
- সোমবার ভোর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও মাছ, মাংস ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে কোন রাস্তাগুলিতে?
- বিধান সরণি
- ব্রাবোর্ন রোড
- আমহার্স্ট স্ট্রিট
- কলেজ স্ট্রিট
- স্ট্র্যান্ড রোড
- বেন্টিঙ্ক স্ট্রিট
- রবীন্দ্র সরণি।
গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে কোন কোন এলাকায়?
- ক্যাসুরিনা অ্যাভিনিউ
- ক্যাথিড্রাল রোড
- লাভার্স লেন
- হেস্টিংস ক্রসিং
- হসপিটাল রোড
রাস্তায় সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন?
২১ শে জুলাই রাস্তায় বেরিয়ে কোনওরকম সমস্যায় পড়লে ফোন করার জন্য দু'টি হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই দু'টি টোল ফ্রি নম্বর দিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ এই দু'টি নম্বরে ফোন করতে বলা হয়েছে। এছাড়া , ১০৭৩ নম্বরেও ফোন করা যাবে।