Vidyasagar Setu Closed (Photo Credit: X@KPTrafficDept&@Journo_Rajesh)

আগামী তিন দিন অর্থাৎ ১৩, ১৪ এবং ১৫ জুন হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) তে সংস্কারের কাজ চলবে। সেতু সংযোগকারী কেবল লাইনগুলি বদল করা হবে। যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে তাই  আগামী ১৩ থেকে ১৫ জুন (শুক্র, শনি এবং রবিবার) তিন দিনই ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা (CP Manoj Kumar Verma) একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন। তার স্বাক্ষরিত এক নিদের্শিকাও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে - সমীক্ষার পাশাপাশি সংসস্কারের কাজও একযোগে চলবে। নাগরিকদের সুবিধার্থেই বিদ্যাসাগর সেতুর পূর্বমুখী ও পশ্চিমমুখী রুটে যাতায়াতের জন্য সমস্ত ধরনের গাড়ির রুট বদল করা হয়েছে। যাত্রাপথ ঘোরানো হয়েছে।বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জ়িরাট আইল্যান্ড থেকে আরও পশ্চিম দিকের রাস্তা), সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডে ১৩, ১৪ এবং ১৫ তারিখ সকালে ৪.৩০ মিনিট থেকে ৭.৩০ পর্যন্ত তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। সেই কারণে  জ়িরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারে।একইভাবে জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেই গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

বুধবার হাওড়া পুলিশের ডিসি ট্র্যাফিক সুজাতা কুমারী বীণাপানি এবং কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে সেতু বন্ধের কথা জানিয়েছেন। হুগলি রিভার ব্রীজ কমিশনের তত্ত্বাবধানে কাজ চলবে। সব ধরনের গাড়ির জন্য এই নিয়ম কার্যকর হবে।