ফের কাঠগড়ায় টোটোচালক। নিউটাউনের পর এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) নাবালিকা ধর্ষণকাণ্ডে গ্রেফতার এক টোটোচালক। জানা যাচ্ছে, গত শনিবার এই ঘটনা জানতে পারে নির্যাতিতার পরিবার। তারপর রাতেই জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করলে রবিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওই একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে ঘটনাটি পাড়ায় জানাজানি হতেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। তারপর তল্লাশি অভিযান চালিয়ে ৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যুবকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযুক্ত টোটোচালক পূর্বপরিচিত ছিল
পুলিশসূত্রে খবর, সপ্তাহদুয়েক আগে টোটোচালক ওই অষ্টম শ্রেণীর নাবালিকাকে তিস্তা উদ্যানে নিয়ে যায়। আসলে জলপাইগুড়ির কোতয়ালি থানা এলাকার বাসিন্দা দুজনেই। ফলে মাঝেমধ্যেই তাঁকে স্কুলে নিয়ে যাওয়া বা স্কুল থেকে নিয়ে আসার কাজ করতেন ওই টোটো চালক। ফলে তাঁকে ভরসা করতেন নাবালিকার পরিবার। ঘটনার দিন স্কুল থেকে ফেরার পথে মেয়েটিকে চকোলেট খাওয়ায় অভিযুক্ত। সেটি খাওয়ার পরেই তন্দ্রাচ্ছন্ন হতে তাঁকে তিস্তা উদ্যানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
নির্যাতিতাকে প্রেগনেন্সি টেস্ট কিট দেয় অভিযুক্ত
পরিবারের দাবি, ঘটনার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিল মেয়েটি। এরমধ্যে শনিবার তাঁর স্কুল ব্যাগ থেকে একটি প্রেগনেন্সি টেস্ট কিট উদ্ধার করে নির্যাতিতার মা। তারপরেই তাঁকে চেপে ধরতে সবকিছু জানায় সে। এমনকী অভিযুক্ত তাঁকে ওই টেস্ট কিট দিয়ে পরীক্ষা করতেও বলেছিল বলে জানা যাচ্ছে। তারপরেই নির্যাতিতাকে নিয়ে পুলিশের দারস্থ হয় পরিবার।