শিলিগুড়িতে আগুন(Photo Credits: ANI)

শিলিগুড়ি, ২ জুন: একে করোনা আতঙ্কে দিশেহারা রাজ্য। তাতে দোসর হয়ে এল অগ্নিকাণ্ড। সাত সকালেই ভয়াবহ আগুনের গ্রাসে শিলিগুড়ির (Siliguri) ডি আই ফান্ড মার্কেট। ইতিমধ্যেই সাতটি দোকান ভষ্মীভূত হয়ে গিয়েছে। এখনও দাউ দাউ জ্বলচে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। যু্দ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। কী করে আগুন লাগল তা নিয়ে ধন্দে বাজারের ব্যবসায়ীরা। শট সার্কিট নাকি সিলিন্ডার থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। দমকলের তরফ থেকেও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

গত মার্চেই রাজধানীর শাহীনবাগের এক আসবাবপত্রের মার্কেটে ভয়াবহ আগুন লাগে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তথ্য বলছে সেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের চারটি ইঞ্জিন।

গত এপ্রিলেই আগুনের গ্রাসে চলে যায় খড়গপুর আইআইটি লাগোয়া একটি বাজার। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন, তবে ততক্ষণে অনেকগুলি দোকান ভষ্মীভূত হয়ে গেছে।