Rajeev Kumar: রাজীব কুমারের ভাগ্য রইল ঝুলেই, কাল ফের আগাম জামিন আবেদনের শুনানি হাইকোর্টে
রাজীব কুমার (Photo Credits: PTI)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : ঝুলেই রইল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ভাগ্য (Rajeev Kumar) । আজ কলকাতা হাইকোর্টের (calcutta high court) বিচারপতি বিচারপতি সহিদুল্লাহ মুনশি ও শুভাশিস দাশগুপ্তর বেঞ্চে রাজীবের আগাম জামিনের আবেদনের (anticipatory bail) শুনানি চলে। আনন্দবাজারের খবর অনুযায়ী, প্রায় এক ঘণ্টা শুনানির পর বিচারপতি সহিদুল্লাহ মুনশি জানিয়ে দেন, বৃহস্পতিবার সকালে আগাম জামিন সংক্রান্ত এই মামলার ফের শুনানি হবে। এমনটাই জানা গেছে আদালত সূত্রে।

সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লাহ মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীবের আইনজীবীরা। তখন বিচারপতি মুনশি বলেন, "জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন?" রাজীব কুমারের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে । যা কাম্য নয় ৷" তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, "যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন " এরপরই বিচারপতি শহিদুল্লাহ মুনশি বলেন, "আগামীকাল আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হবে ৷ আরও পড়ুন : Saradha Scam: আজ হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি

এর আগে আলিপুর আদালতে (alipore court) রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। তবে সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি। তিনি রায়ে বলেছেন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে চাইলে গ্রেফতার করতে পারে CBI৷ ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রায়ে বিচারক বলেছেন, রাজীবের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য অপরাধ রয়েছে। তাই পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে রাজীব কুমারকে। সুপ্রিম কোর্ট তার রায়েই সেটা জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রাজীব জনগনের সঙ্গে যুক্ত কোনও নির্দেশ এখন দিচ্ছেন না। ফলে তাঁকে গ্রেফতার করা যেতেই পারে।

আদালতে যখন চলছে জোর জোর আইনি যুদ্ধ, তখন এখনও নিখোঁজ থাকা রাজীব কুমারের খোঁজে তৎপরতা তুঙ্গে তুলেছে সিবিআই। সংবাদমাধ্যমে প্রকাশ, রাজীব কুমারের খোঁজে সিবিআইয়ের চারটি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সিবিআইয়ের দল কলকাতা ছাড়িয়ে শহরতলি ও জেলার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে।