Bonny Sengupta (Photo Credit: Instagram)

কলকাতা, ২৪ জানুয়ারি: বিজেপি (BJP) ছাড়লেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে গেরুয়া শিবির ত্যাগের ঘোষণা করেন টলিউডের এই অভিনেতা। বনি জানান, আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাঁর আর কোনও যোগ নেই। রাজ্য এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নয়নের কথা বলেছিল বিজেপি, তা মনে হয় না তারা সম্পূর্ণ করতে পারবে বলে নিজের ট্যুইট বার্তায় লেখেন বনি সেনগুপ্ত।

দেখুন কী  লিখলেন বনি সেনগুপ্ত...

 

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নিজডের নাম লেখান বনি সেনগুপ্ত। মা পিয়া সেনগুপ্ত এবং বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় জোড়াফুল শিবিরের সদস্য হলেও, বনি অন্য রাস্তায় হাঁটেন। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়।

আরও পড়ুন: Anushka Sharma-Virat Kohli মুখ খুললেন, মেয়ের ছবি না ছড়ানোর অনুরোধ

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেও, তাঁকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। নির্বাচনের ফল ঘোষণার পর এবার বিজেপির সঙ্গে ত্যাগ করলেন বনি।