Kolkata Metro (Photo Credits: IANS)

কলকাতা, ২২ নভেম্বর: কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শহর। আর এমন সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। স্মার্টকার্ডের (Smart Card) পাশাপাশি এবার মেট্রোতে টোকেনও (Token) ব্যবহার করতে পারবেন যাত্রীরা। ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফিরছে টোকেনের ব্যবহার। তবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আর্জি জানান হয়েছে, নিত্যযাত্রীরা যেন স্মার্টকার্ডই ব্যবহার করেন। এতে একদিকে যেমন ভিড় এড়ানো যাবে। তেমন বিশেয ছাড় পাবেন তাঁরা।

পাশাপাশি, মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, কলকাতা মেট্রোর উভয় শাখা থেকেই অর্থাৎ মেট্রোর ইস্ট -ওয়েস্ট এবং নর্থ -সাউথ করিডোরের সমস্ত টিকিট কাউন্টারগুলি থেকে যাত্রীরা টোকেন সংগ্রহ করতে পারবেন। সেইসঙ্গে অটোমেটিক স্মার্টকার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। করোনা আবহের কারণে এতদিন ধরে মেট্রোয় বন্ধ ছিল টোকেনের ব্যবস্থা। আরও পড়ুন: সায়নী জামিন পেতেই দিল্লির উদ্দেশে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শুধুমাত্র স্মার্টকার্ডে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দিয়েছিল মেট্রো। তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। সেই কারণে মেট্রোয় টোকনের ব্যবস্থা ফিরিয়ে আনা হল।

একইসঙ্গে করোনাকালে মেট্রো যাত্রায় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি মানার কথা বারবার বলা হচ্ছে। স্মার্ট কার্ড চালু থাকতেই মেট্রোতে মারাত্মক ভিড় হচ্ছিল। টোকেন ফিরলে যে ভিড় বাড়বে, তা সহজেই অনুমেয়।