কলকাতা, ২৮ ডিসেম্বর: কলকাতার ৩৯ তম মেয়র (Mayor)হিসেবে আজ শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই সঙ্গে এই প্রথম পুরভবনের ভিতরের লনে মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে শপথ নেবেন নবনির্বাচিত মেয়র। সেখানে ৫০০ আসনের ব্যবস্থা থাকবে। আর মূল মঞ্চে ৩০ আসনের ব্যবস্থা করা হচ্ছে। এককথায় শেষ মূহূর্তের প্রস্তুতিতে সাজো সাজো রব কলকাতা পুরসভার অন্দরে। পুরসভা সূত্রের খবর, ২০১৫ সালে মেয়র হিসাবে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) শপথ নিয়েছিলেন টাউন হলে। শোভন চট্টোপাধ্যায়ের আগে অবশ্য সমস্ত মেয়রই শপথ নিয়েছিলেন কলকাতা পুরভবনের সভাকক্ষে। এ বার ঘটছে ব্যতিক্রম।
আজ মেয়রের পাশাপাশি চেয়ারপার্সন ও মেয়র পারিষদেরাও শপথ নেবেন। ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায় এবং মেয়র পারিষদ হিসাবে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন ববি, মিতালী বন্দোপাধ্যায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা, বৈশ্বানর চট্টোপাধ্যায়ও এদিন শপথ নেবেন। সূত্রের খবর, আজ শপথ নেওয়ার পরেই মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের ঘরে নামফলক বসানো হবে। আরও পড়ুন: কোভিডে আক্রান্ত ডেরেক ও ব্রায়েন, আইসোলেশনে তৃণমূল সাংসদ
মেয়রের অফিসঘর নতুন করে সাজানো হয়েছে। মেয়র পারিষদদের অফিসঘরগুলিকেও নতুন চেহারা দেওয়া হয়েছে। ওই সমস্ত ঘরের দেওয়ালেও বসেছে নতুন ওয়ালপেপার। আজ মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে কলকাতার সমস্ত বিধায়ক, মন্ত্রী ছাড়াও সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিশিষ্ট চিকিৎসকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন।
উল্লেখ্য পুরনির্বাচনে ৮২ নম্বর ওয়ার্ডে বিরাট মার্জিনে জেতেন ফিরহাদ। ফল বেরোলে দেখা যায় ১৪ হাজার ৮৬৭ ভোটে তিনি জয়ী হয়েছেন। শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর মেয়র পদে বসেছিলেন ফিরহাদ। গত বছর পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়।