কলকাতা, ১৬ মার্চ: বাংলায় সাত দফায় হবে এবারের লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু, চলবে সেই ১ জুন। নির্বাচন কমিশনের এমন ঘোষণার পর তৃণমূল নেতা শান্তনু সেন বললেন, " আমাদের এখানে এক দফাতেই রাজ্যে ভোটগ্রহণ হোক। কারণ আমাদের এখানের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলির চেয়ে ভাল। কিন্তু আমরা জানতাম সেটা করা হবে না। সে সাত বা ৪২ দফা যতগুলো দফাতেই ভোট হোক, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে।"
প্রসঙ্গত, বাংলার মত উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফায় হবে লোকসভা নির্বাচন। দেশের মোট ২২টি রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হবে। মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীর ভোটগ্রহণ ৫ দফায়। ওডিশা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড চারটি দফায় ভোটগ্রহণ হবে। অসম ও ছত্তিশগড়ে তিন দফায় ভোট। কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা ও মণিপুরে দু দফায় ভোটগ্রহণ হবে।
দেখুন ভিডিয়ো
#WATCH | On the announcement of Lok Sabha election dates, TMC's Shantanu Sen says, "We demanded that elections should be conducted in one phase because Law and Order situation in West Bengal is better than BJP-ruled states. But we were aware that this would not happen...Whether… pic.twitter.com/0w0jET2UTJ
— ANI (@ANI) March 16, 2024
প্রসঙ্গত, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে শুরু হবে একেবারে শেষে কলকাতা, দুই ২৪ পরগণায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আর সপ্তম তথা শেষ দফায় ১ জুন ভোটগ্রহণ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর, জয়নগরে।