কলকাতা, ১০ জুন: বেলাগাম পেট্রল (Petrol), ডিজেল (Diesel), রান্নার গ্যাসের (LPG Cylinder) মূল্যবৃদ্ধিতে প্রতিবাদে নামল তৃণমূল (TMC)। কোথাও টায়ার পুড়িয়ে, কোথাও আবার মাটির উনুনে রান্না করে চলছে প্রতিবাদ। পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির কাৰণে রাজ্যজুড়ে ১০ জুলাই এবং ১১ জুলাই কোভিড বিধি মেনে প্রতিবাদে নামার কথা আগেই জানিয়েছিল তৃণমূল। সেইমতোই আজ সকাল থেকেই জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ।
শুক্রবার দাম অপরিবর্তিত থাকলেও আজ ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। শনিবার কলকাতায় (Kolkata) লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ পেট্রলের দাম ১০১ টাকা ১ পয়সা। বাড়ল ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ৯৭ পয়সা। দাম বেড়েছে অন্য মেট্রো শহরগুলিতে। ভোগান্তিতে সাধারণ মানুষ। আরও পড়ুন, মাত্রা ছাড়াচ্ছে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, ফের দাম বেড়ে কলকাতায় পেট্রল ১০১.১ টাকা
West Bengal: TMC workers cooked food on a traditional clay stove, burnt tyers and set fire to a motorcycle in Mandirtala Bazar, Sagar of North 24 Parganas district in protest against the rise in fuel prices. pic.twitter.com/Ng9GLQWJiE
— ANI (@ANI) July 10, 2021
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ক্রমাগত দাম বাড়িয়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম কম থাকলেও কেন কেন্দ্র সরকার কর মকুব করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিন্তু কোথায় কী! নির্বিকার কেন্দ্র। করোনাকালে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই কেন্দ্র সরকারের। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কমে হয়েছে ৭৭ ডলার। তবুও দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র।