Dilip Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৬ অগাস্ট: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)  গ্রেফতারির পর এবার ফের তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় প্রথম স্ট্রোক, অনুব্রত মণ্ডল দ্বিতীয় এবং তৃতীয় স্ট্রোকেের পর তৃণমূল কংগ্রেস কোমায় চলে যাবে।' 'খেলা হবে দিবসে' এভাবেই জোড়াফুল শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর ১৬ অগাস্টকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে খেলা হবে দিবসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামার ডাক দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে, সে বিষয়েই প্রতিবাদের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Anubrata Mandal: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই

রাজ্যে খেলা হবে দিবসের দিন এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ ঘোষ। পার্থ, অনুব্রতর পর তৃতীয় স্ট্রোকে তৃণমূল কংগ্রেস কোমায় চলে যাবে বলে কটাক্ষ করেন দিলীপ।