Photo Credits: wikipedia & fb

কলকাতা: পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের (WB panchayat Elections 2023) মনোনয়ন (nomination) পর্বকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই অশান্তি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। শুক্রবার পর্যন্ত গণ্ডগোলের (Clash) জেরে একজন তৃণমূল নেতা-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করার পাশাপাশি বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও শুক্রবার ক্যানিংয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Anand Bose)। গণ্ডগোল সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন।

শনিবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (TMC State General Secretary Kunal Ghosh)। রাজ্যপাল বিজেপির সদস্যের (member of the BJP) মতো আচরণ করছেন (behaving) বলেও আজ কটাক্ষ করেন তিনি।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "রাজ্যপাল বিজেপি সদস্যের মতো আচরণ করছেন। আমি তাঁর পদকে (position) সম্মান (respect) জানাই কিন্ত তিনি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে যদি বিজেপি, সিপিএম, কংগ্রেস ও আইএসএফ যা বলছে সেটিকেই প্রতিষ্ঠিত (establish) করার চেষ্টা করেন তাহলে আমরা তার বিরোধিতা (oppose) করব।" আরও পড়ুন: Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত মালদা, তৃণমূল নেতাকে পিটিয়ে খুন