মালদা, ১৭ জুনঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে জেলাগুলো। বাড়ছে রক্তপাত। শনিবার খুন হলেন মালদার (Malda) তৃণমূল কর্মী তথা প্রাক্তন পঞ্চায়েত নেতা মুস্তাফা শেখ (Mustafa Sheikh)। তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগে উঠেছে স্থানীয় কংগ্রেস (Congress) নেতাদের বিরুদ্ধে। লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই নিয়ে এক সপ্তাহে রাজ্যে পঞ্চায়েত ভোটে বলি হলেন ৬।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মুস্তাফা (Mustafa Sheikh)। মাঝ রাস্তায় পথ আটকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয় তাঁর উপর। আহত মুস্তাফাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। এই হত্যাকাণ্ডের প্রতীবাদে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ করেছে তৃণমূল।
মালদার (Malda) সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খুন হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান মুস্তাফা শেখ। খুনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, 'এটি একটি রাজনৈতিক হত্যাকান্ড। যারা তৃণমূল থেকে টিকিট পাননি তাঁরা কংগ্রেসে যোগ দিয়ে পঞ্চায়েত ভোটের জন্যে টিকিট আদায় করেছে। এলাকায় ত্রাস ছড়াতে একের পর এক কাণ্ড ঘটাচ্ছেন তাঁরা। আজ প্রাক্তন পঞ্চায়েত প্রধান মুস্তাফা শেখকে খুন করেছেন তাঁরা'। তৃণমূল কর্মীর খুনকে ঘিরে উত্তপ্ত পরিস্থতি তৈরি হয়েছে মালদায়। খুনের বিষয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ করেছেন বলেই জানান স্থানীয় তৃণমূল বিধায়ক।