বিহার বিধানসভা নির্বাচনে এসআইআরের (SIR) প্রভাব কতটা পড়েছে, সেটা গতকাল নির্বাচনের ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে আবার এই নিয়ে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস এসআইআর পদ্ধতির গুরুত্ব নিয়ে ফের মুখ খুলেছেন। যা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে। শনিবার এক অনুষ্ঠানে রাজ্যপাল প্রসঙ্গে মন্তব্য করেন যে, সুষ্ঠু নির্বাচনের জন্য এসআইআর জরুরি এবং বিহারে এর প্রমাণ মিলেছে। তিনি আশাবাদী যে এ রাজ্যের মানুষও এই নতুন পদ্ধতিকে ভালোভাবে গ্রহণ করবেন।

বিজেপিকে নিয়ে রাজ্যপালকে আক্রমণ কল্যাণের

তবে রাজ্যপালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল বোসকে নিয়ে চুড়ান্ত কটাক্ষ করেন তিনি। রাজ্যপালকে আক্রমণ করে বলেন, "রাজ্যপালকে আগে তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখা হয় সেটা নিশ্চিত করুক। রাজভবনে অপরাধী রাখছেন আর তাঁদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের।"

আগেও রাজ্যপালকে নিয়ে সমালোচনা করেছেন কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও মন্তব্য, "তিনি একজন অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবঙ্গে হবে না। হওয়া সম্ভব নয়।" প্রসঙ্গত, রাজ্যপালকে নিয়ে বেলাগাম মন্তব্য করা কল্যাণের প্রথমবারের কাজ নয়। আগেও একাধিকবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছে।