সংবিধানের জনক বিআর আম্বেদকর-কে নিয়ে সংসদে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বিরুদ্ধে পথে নেমছে তৃণমূল। গতকাল, সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে আম্বেদকর ইস্যুতে অমিত শাহ-র বিরোধিতা করে বড় মিছিল করে তৃণমূল। শাহ-র বিতর্কিত মন্তব্যের মাঝে গুজরাটের আমেদাবাদে আম্বেদকরের মূর্তি ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল।
এই খবরটি শেয়ার করে নিজেদের অফিসিয়াল এক্স পোস্টে কটাক্ষ করে তৃণমূল লিখল, " আপনারা ক্রোনলজিটা বুঝে নিন: প্রথমে অমিত শাহ সংসদ অধিবেশনে বাবাসাহেব আম্বেদকর-কে অপমান করবে। তারপর শাহ-কে ক্ষমা চাইতে বলার পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে দাঁড়াবে। তারপর নিজেদের কথার জন্য দু:খপ্রকাশ না করে, নিজের কাজের হয়ে সাফাই গাইবে। আর এখন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে আম্বেদকরের মূর্তি ভাঙচুর হবে। আসলে বিজেপি সংবিধানের নীতির বিরোধিতা করে, যা বাবাসাহেব আম্বেদকরের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত কাজ। দলিত সম্প্রদায়ের প্রতি বিজেপির অবজ্ঞা-ঘৃণা আবার সামনে চলে এসেছে। দীর্ঘ সময় ধরে এর জন্য বিজেপির ক্ষমা চাওয়া বাকি আছে।"
দেখুন তৃণমূলের এক্স পোস্ট
Aap CHRONOLOGY samjhiye:
👉🏻 HM @AmitShah insults Babasaheb Ambedkar on the floor of the Parliament
👉🏻 Instead of asking him to apologise, PM @narendramodi backs him up
👉🏻 Far from showing remorse, the Home Minister defends his actions
👉🏻 Now, a statue of Babasaheb Ambedkar has… pic.twitter.com/FS0pLIrOXk
— All India Trinamool Congress (@AITCofficial) December 24, 2024
ক্রোনলজি কথাটা অমিত শাহ-কে কটাক্ষ করে ব্যবহার করেছে তৃণমূল। এনআরসি, সিএএ কার্যকর করা নিয়ে অমিত শাহ 'ক্রোনলজি' কথাটি ব্যবহার করেছিলেন।