Sabyasachi Dutta (Photo Credit: Twitter/ANI)

Sabyasachi Dutta: বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগণা (বারাসত)-য় দলের সাংগঠিনক দায়িত্ব সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিজেপি ছেড়ে ফের তৃণমূলে (TMC) আসা নেতা সব্যসাচী দত্তকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের অন্য জেলাগুলি থেকে অনেকটা পড়ে উত্তর ২৪ পরগণা (বারাসত) ইউনিটে পদাধিকারিকদের নাম ঘোষণা করল তৃণমূল। বারাসতে তৃণমূলের সভাপতি (District President) করা হল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)-কে আর সেখানে জেলায় দলের চেয়ারপার্সন (District Chairperson) হলেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)-কে। গত বছর লোকসভা ভোটে বারাসত ধরে রাখলেও বেশ কিছু জায়গায় খারাপ ফল করে রাজ্যের শাসক দল। কাকলি-সব্যসাচীর কাজ হবে এই জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়া।

বারাসত লোকসভার সাতটি আসনেই গত বিধানসভায় সহজেই জিতেছিল তৃণমূল

গত বিধানসভা নির্বাচনে এই জেলার (বারাসত) বেশিরভাগ আসনেই বড় ব্যবধানে জিতেছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল। তবে এবার দিদির দলের কাজটা গতবারের থেকে কঠিন হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বারাসতে মোট সাতটি বিধানসভা আসন আছে, সেগুলি হল- বিধাননগর, রাজারহাট-নিউ টাউন, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবরা ও দেগঙ্গা। গত বিধানসভা ভোটে ৭টি আসনেই জিতেছিল তৃণমূল। এই জায়গাতেই আছেন সুজিত বসু, জ্য়োতিপ্রিয় মল্লিক, রথীন ঘোষের মত তৃণমূলের দাপুটে মন্ত্রী বিধায়করা।

দলবদলের সব্যসাচী: তৃণমূল, বিজেপি, তৃণমূল

২০১৯ সালে পুজোর ঠিক আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বিজেপিতে যোগ দিয়েছিসেন সব্যসাচী। এরপর ২০২১ সালে বিধাননগর বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন তৃণমূলের দাপুটে বিধায়ক-মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। কিন্তু সুজিতের কাছে হেরে যাওয়ার মাস কয়েক পরেই ফের পদ্মশিবির ছেড়ে তৃণমূলে নাম লেখান সব্যসাচী। ২০১১, ২০১৬-বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে বড় ব্যবধানে জিতেছিলেন সব্যসাচী। বিধাননগর পৌরসভার মেয়রও হয়ে ছিলেন তিনি।