নয়া দিল্লি, ১৫ মার্চঃ তাঁর বিজেপিতে যোগ দেওয়া কেবল সময়ের অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিল্লিতে (Delhi) বিজেপির সদর দফতরে দলীয় উত্তরীয় পরে মোদীর দলে আনুষ্ঠানিক ভাবে নাম লেখালেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। লোকসভায় তৃণমূলের টিকিট না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ব্যারাকপুর আসনে তিনি লড়বেন তা সে যে দলে থেকেই হোক না কেন। তাই ব্যারাকপুর থেকে লোকসভা ভোটে লড়তে ফের বিজেপিতে (BJP) ফিরলেন অর্জুন। এদিন অর্জুনের সঙ্গে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও (Dibyendu Adhikari) বিজেপিতে যোগ দিয়েছেন। চব্বিশের লোকসভায় ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করেছে পার্থ ভৌমিককে।
গত লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে অর্জুন সিংহ (Arjun Singh) বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়ে সাংসদও হন তিনি। যদিও পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। লোকসভার মুখে ফের দলবদল অর্জুনের। দিল্লির বিজেপি নেতৃত্বরা অর্জুনকে স্বাগত জানালেও তাঁর ওয়াপসিতে খুশি নন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি-র পর এবার মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনি পাত্র সরাসরি প্রকাশ্যে অর্জুনকে দলে নেওয়ার বিরোধিতা করলেন।
দেখুন...
#WATCH | TMC MPs Arjun Singh and Dibyendu Adhikari join the BJP, in Delhi.
Dibyendu Adhikari is the brother of West Bengal LoP Suvendu Adhikari. pic.twitter.com/EsvPucxzwh
— ANI (@ANI) March 15, 2024
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) খাতায় কলমেই কেবল তৃণমূলের সাংসদ পদে ছিলেন। দলের সঙ্গে দীর্ঘদিন তাঁর দূরত্ব তৈরি হয়েছে। শুক্রবার একই সঙ্গে অর্জুন এবং দিব্যেন্দু পদ্মে পা দেন। দিব্যেন্দুর কেন্দ্র তমলুক থেকে ঘাসফুল এবার প্রার্থী করেছে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই কেন্দ্র থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জোর জল্পনা রয়েছে।