Shatabdi Roy May Meet Amit Shah: দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করার ইঙ্গিত দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়
শতাব্দী রায় (Picture Source: PTI)

কলকাতা, ১৫ জানুয়ারি: এবার জল্পনা তুঙ্গে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে  (TMC MLA Shatabdi Roy) নিয়ে। ফেসবুকে মন্তব্যের পর আরও জোরালো হল তাঁর দলবদলের ইঙ্গিত। অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও জানান, এলাকায় যেভাবে যেতে চাইছেন, সেভাবে পারছেন না। মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হবে না।

শতাব্দী ফ্যান ক্লাবের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’ জনগণের উদ্দেশে ফেসবুক বার্তা শতাব্দী রায়ের। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শতাব্দী রায়ের। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। শতাব্দী খুব ভাল মেয়ে। ও সোজা কথা বলে। ওর অন্য কোনরকম চিন্তা আছে বলে খবর পাইনি। ওকে নিশ্চয়ই কর্মসূচিতে ডাকা উচিত। ওকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না, এ কথা ঠিক না।’ আরও পড়ুন, বিজেপি করোনার থেকেও ভয়ঙ্কর, বসিরহাটে বললেন নুসরত জাহান

এপ্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'যাঁদের একটুও আত্মসম্মান রয়েছে তাঁদের পক্ষে ওই দলে থাকা সম্ভব নয়।' যদিও সৌগত রায় জানান, শতাব্দীর দল ছাড়ার বিষয়ে তাঁর কিছুই জানা নেই, এমন কোনও খবর তাঁর কাছে আসেনি। কাল পর্যন্ত জল্পনার যা অভ্যাস ছিল, আজ তাঁর দিল্লি যাওয়ার খবরে তা নিয়ে আরও জল্পনা তৈরি হল।